দক্ষিণ কোরিয়া বাংলাদেশের রেলপথের উন্নয়নে ৪৪ কোটি ৩০ লাখ টাকার অনুদান প্রদান করবে।
এই অর্থ ইম্প্রুভমেন্ট প্রজেক্ট অব রোলিং স্টোক ম্যানেজমেন্ট অ্যান্ড মেইনটেন্স প্রকল্পের আওতায় এ অনুদান দেবে দেশটি।
রোববার ঢাকায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) অফিসে এই বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে ইআরডির অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ
এবং দক্ষিণ কোরিয়ার পক্ষে ভূমি অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ইয়ং উও স্বাক্ষর করেন।প্রকল্পটির লক্ষ্য হলো কোরিয়া এক্সিম ব্যাংকের ইডিসিএফ (ইকোনমিক ডেভেলপমেন্ট কো-অপারেশন ফান্ড) অর্থায়নে বাংলাদেশ রেলওয়েতে পূর্বে সংগৃহীত লোকোমোটিভগুলোর টেকসই রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। এই উদ্যোগের আওতায় পরামর্শক সেবা, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং প্রশিক্ষণ দেওয়া হবে, যার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের দক্ষতা আরও বাড়ানো সম্ভব হবে।
২২ ঘন্টা আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫