Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

বাফুফের আর্থিক অনিয়মের অডিট হবে: যুব ও ক্রীড়া উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো



যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেছেন, গত তিন মাস ধরে বাংলাদেশ নারী ফুটবল দলের বেতন বকেয়া রয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কেন এই সমস্যার সম্মুখীন হয়েছে, এ নিয়ে অডিট করা হবে। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাফজয়ী নারী ফুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।


আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশ নারী ফুটবল দলের তিন

মাসের বেতন বকেয়া রয়েছে। ভবিষ্যতে ফুটবলারদের বেতন বকেয়া থাকবে না, এ ব্যাপারে তাদের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। দেশের সামর্থ্যের মধ্যে নারী ফুটবলারদের সমস্যা সমাধান করা হবে। বাফুফের আর্থিক সমস্যা ও অনিয়ম নিয়ে অডিট হবে।


উপদেষ্টা আসিফ আরও বলেন, নারী ফুটবলকে এগিয়ে নিতে প্রধান উপদেষ্টার কাছে সবার পরামর্শ ও সমস্যাগুলো তুলে ধরা হয়েছে। বিজয়ের ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।


তিনি জানান, সংবর্ধনা অনুষ্ঠানে নারী ফুটবলারদের বেতন বৈষম্য নিয়ে আলোচনা হয়েছে এবং আবাসন সংকটের বিষয়টিও উঠে এসেছে। প্রধান উপদেষ্টা তাদের সমস্যাগুলো লিখিত আকারে চেয়েছেন এবং এর ভিত্তিতে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন।

১৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন