Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আমরা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে না: সংস্কার কমিশন বদিউল আলম মজুমদার

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন, তারা কোনো দলকে নির্বাচন থেকে দূরে রাখার পক্ষে নন। তবে যারা মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত, তারা নির্বাচনে অংশ নেবে কি না, তা দেশের জনগণ ও রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে।


মঙ্গলবার (২১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা

বলেন।


তিনি জানান, ৪০ ভাগের কম ভোট পড়লে সেই আসনের নির্বাচন বাতিলের প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করার সুপারিশও দেওয়া হয়েছে।


বদিউল আলম মজুমদার আরও বলেন, “আমাদের উদ্দেশ্য কোনো দলকে আঘাত করা নয়। বরং নির্বাচনী পরিবেশকে দুর্নীতিমুক্ত রাখতে এই সংস্কারের প্রস্তাব করা হয়েছে।”


তিনি আরও জানান, সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে বিগত তিন প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের বিচারের জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের বিচার করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

২৮ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন