নিজেকে নির্দোষ দাবি করে গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, বিনাকারণে দুদককে ব্যবহার করে আমাকে হয়রানি করা হচ্ছে।
রোববার (২১ মে) দুদকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের কতিপয় ঠিকাদারের বিরুদ্ধে প্রকল্পের
চিঠিতে বলা হয়, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী আনিছুর রহমান ও গাজীপুর সিটি করপোরেশনের কতিপয় ঠিকাদারের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগটি অনুসন্ধানের জন্য দুই সদস্যবিশিষ্ট একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও সবার বক্তব্য রেকর্ড করা হয়েছে। বর্ণিত অভিযোগের নিয়মিত অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে ২১ মে সকাল ১০টায় জাহাঙ্গীর আলমকে দুদক, প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ ইস্যু করা হয়েছে।
৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫