Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

আলীকদমে অগ্নিকাণ্ডে ৫টি বসত বাড়ি পুড়ে ছাই

কে.এম শামীম, ডেস্ক রিপোর্ট
৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো

বান্দরবান: বান্দরবানের আলীকদম উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আগুন লেগে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর পুড়ে গেছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৩০ মিনিটে আলীকদম সদর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

class="ads" style="margin: 0px 0px 8px; color: rgb(51, 51, 51); font-family: SolaimanLipi, Vrinda; font-size: 18px;">

আলীকদম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার ফাইটার মো. শাহদাৎ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ২ নম্বর ওয়ার্ডের খুইল্ল্যামিয়া চেয়ারম্যান পাড়ায় হঠাৎ কোনো এক দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মহূর্তেই চারিদিকে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে আমরা দুই ইউনিটের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে সাতটি দোকান ও পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ বাজারের ব্যবসায়ী মো. নজরুল ইসলাম বলেন, দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে কিনা সেটি জানি না। তবে আগুনের আমার প্রায় পাঁচ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে। হঠাৎ আগুনের কারণে আমি অনেক ক্ষতিগ্রস্থ হয়েছি।

৩ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন