Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আজ কয়েক ঘণ্টা ইন্টারনেট সেবা বন্ধ থাকতে পারে

ডেস্ক রিপোর্ট:
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




পটুয়াখালীর কুয়াকাটায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে রক্ষণাবেক্ষণ কাজের জন্য। আজ রাত ২টা থেকে আগামীকাল ভোর ৬টা পর্যন্ত, মোট ৪ ঘণ্টা ইন্টারনেট সংযোগ বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।


বিএসসিপিএলসি-এর মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সাইদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের দ্বিতীয় সাবমেরিন

ক্যাবল সিস্টেম SEA-ME-WE-5 (SMW5) কনসোর্টিয়ামের অধীনে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে নতুন লাইটিং ফিল্টার স্থাপন করা হবে। এজন্য শনিবার দিবাগত রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে।


এই সময়ে SMW5 সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সার্কিটগুলোর ব্যান্ডউইথ সেবা বন্ধ থাকবে। তবে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের SEA-ME-WE-4 (SMW4) সাবমেরিন ক্যাবলের সার্কিটগুলো চালু থাকবে। রক্ষণাবেক্ষণের কারণে ইন্টারনেট ব্যবহারকারীরা সাময়িকভাবে ধীরগতির সমস্যায় পড়তে পারেন বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিএসসিপিএলসি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন