Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:
২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




আগামী জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির তৃতীয় সভায় তিনি এ কথা জানান।


স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জানুয়ারি মাসে বিশ্ব ইজতেমা আয়োজন করা

হবে, তবে এখনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত করা হয়নি। ইজতেমা কীভাবে সফলভাবে আয়োজন করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমানে ইজতেমা নিয়ে দুটি গ্রুপে বিভক্তি দেখা গেছে এবং তাদের মধ্যে মতবিরোধ রয়েছে।


তিনি আরও বলেন, আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করব যাতে তারা ঐকমত্যে পৌঁছে ইজতেমা ভালোভাবে আয়োজন করতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যেখানে দেশের বহু মানুষ অংশগ্রহণ করেন এবং ধর্মীয় দিকনির্দেশনা পান। আমরা তাদের কাছে অনুরোধ করব নিজেদের মধ্যকার মতবিরোধ সমাধানের জন্য।


মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, "যদি তারা নিজেরাই সমস্যা সমাধান করতে পারেন, তা আমাদের জন্য ভালো হবে। আর যদি না পারেন, আমরা বসে আলোচনা করব, কীভাবে এই সমস্যা সমাধান করে ইজতেমার আয়োজন সফলভাবে করা যায়।"


সভায় সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয়, বিশ্ব ইজতেমার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হয়েছে।

২৯ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন