Daily Bangladesh Mirror

ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

লিড নিউজ

আগামী বছর থেকে বর্ষবরণের স্থান নির্দিষ্ট করে দেওয়া হবে: ডিএমপি কমিশনার

ডেস্ক রিপোর্ট:
১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
# ফাইল ফটো




ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘সারা বিশ্বেই নববর্ষ উদযাপনে পটকা-আতশবাজি ফোটানো হয়। তবে তারা নির্দিষ্ট স্থানে এই উৎসবের আয়োজন করে। আগামী বছর থেকে বাংলাদেশেও বর্ষবরণের উৎসবের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করা হবে।’


আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন।


থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কোনো হুমকি নেই উল্লেখ

করে ডিএমপি কমিশনার এ রাতে আতশবাজি না ফোটানোর জন্য ঢাকাবাসীর প্রতি অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করেন যে ঢাকাবাসী তার আহ্বানে সাড়া দেবেন।


শেখ মো. সাজ্জাত আলী আরও বলেন, ‘নগরবাসীর সহযোগিতায় নতুন বছর উদযাপন সুন্দর ও সুশৃঙ্খল হবে।’


এছাড়া তিনি জানান, বর্তমানে পুলিশের মনোবল আগের তুলনায় অনেক ভালো।

১৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন