রাসায়নিক দিয়ে আম পাকানোর অভিযোগে ৮০০ কেজি অপরিপক্ক আম বিনষ্ট করেছে সাতক্ষীরা আশাশুনির ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (২৬ এপ্রিল) সকালে আশাশুনি উপজেলা পরিষদ চত্বরে উক্ত আমগুলো পিকআপের চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের আগে গাছ থেকে আম সংগ্রহ করে বিক্রি করার অপরাধে কালিগঞ্জ উপজেলার
এসময় সেখানে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, এসআই মহিতুর রহমান প্রমুখ।আশাশুনি উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম জানান, পিকআপ ভর্তি অপরিপক্ক আম রাসায়নিক দ্রব্য দিয়ে পাকিয়ে মঙ্গলবার রাতে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন মাসুদ রানা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়ানুর রহমান চাঁপড়া বেইলি ব্রিজের সামনে, আশাশুনি বাসস্ট্যান্ড থেকে পিকআপ ভর্তি আমগুলো জব্দ করে আশাশুনি উপজেলা সদরে নিয়ে আসেন। এরপর বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে পিকআপের চাকায় পিষে আমগুলো বিনষ্ট করা হয়। আম ব্যবসায়ী মাসুদ রানাকে নগদ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
২৯ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫