Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২

আইন ও আদালত

৫ দিনের রিমান্ডে সাবেক আইনমন্ত্রীর এপিএস

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫
# ফাইল ফটো




বিএনপি কর্মী মকবুল হত্যাকাণ্ডে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস মো. রাশেদুল কাওসার ভুইয়া জীবনকে ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।


রোববার (২০ অক্টোবর), ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

মো. ছানাউল্লাহ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


জানা গেছে, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির ডাকা সরকার পতনের একদফা দাবির কর্মসূচিকে কেন্দ্র করে নেতাকর্মীরা রাজধানীর নয়া পল্টন এলাকায় জড়ো হতে শুরু করলে, সমাবেশ বানচালের জন্য আসামিরা চক্রান্ত করে। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের কয়েকজন কর্মকর্তার সহযোগিতায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। আন্দোলন দমনে পুলিশ লাঠিচার্জ, ককটেল হামলা, টিয়ারসেল, সাউন্ড-গ্রেনেড ও গুলি ব্যবহার করে। এতে কয়েকশো বিএনপি নেতাকর্মী আহত হন এবং মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।


২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন মডেল থানায় এ হত্যাকাণ্ডের মামলা দায়ের করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ও ঘটনার মূল রহস্য উদঘাটনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।

২৪ দিন আগে মঙ্গলবার, সেপ্টেম্বর ৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন