Daily Bangladesh Mirror

ঢাকা, মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২

জাতীয়

৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে সরকার

ডেস্ক রিপোর্ট:
২৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫
# ফাইল ফটো

ব্যবসায়ী সিন্ডিকেটের থাবায় লাগামহীন আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপণ্যের বাজার। এতে সীমাহীন কষ্টে আছেন দরিদ্র মানুষেরা।এ অবস্থায় সরকারি বিপণন সংস্থা টিসিবি জানিয়েছে, সোমবার থেকে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে তারা।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে

টিসিবি।

টিসিবি জানায়, গত কয়েক বছরের মতো লিন পিরিয়ড (দেশে পেঁয়াজ স্বল্পতা) বিবেচনায় আগামীকাল সোমবার থে‌কে পর্যায়ক্রমে ঢাকা মহানগরির কার্ডধারী ভোক্তার কাছে পেঁয়াজ বিক্রয় করা হবে। প্রতি কেজি পেঁয়াজের ভোক্তাপর্যায় মূল্য ৩৫ টাকা।

তবে এই পেঁয়াজ দেশে আসার পর সরবরাহ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

টিসিবি সং‌শ্লিষ্ট কর্মকর্তারা জানান, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ভোক্তারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে সংস্থাটির।

বর্তমা‌নে রাজধানীতে প্র‌তি‌ কে‌জি দে‌শি পেঁয়াজ ৯০ থে‌কে ১০০ টাকা আর আমদা‌নি পেঁয়াজ বি‌ক্রি হ‌চ্ছে ৭০ থে‌কে ৭৫ টাকা।

২৪ দিন আগে মঙ্গলবার, জুলাই ২৯, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন