পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক শেষে তিনি এক সংবাদ সম্মেলনে
এ কথা বলেন।পরিবেশ উপদেষ্টা আরও বলেন, সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছে। রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে, এবং সরকার এই ঘটনার সুষ্ঠু ও বিস্তারিত তদন্ত রিপোর্ট চায়।
আওয়ামী লীগের সমর্থক ও আমলাদের ছাড় দেওয়া প্রসঙ্গে তিনি জানান, যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা দোষী সাব্যস্ত হন, তবে তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। প্রশাসনের গতি ঠিক রেখে ঢেলে সাজানোর কাজও চলমান রয়েছে।
এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া বলেন, পাঁচটি মন্ত্রণালয়ের নথিপত্র পুড়ে গেছে, যেখানে অনেক অর্থ লোপাটের নথিপত্র ও তদন্তের ফাইলও ছিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
২৪ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫