আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে বলে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিন বছর পর পর আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল হয়।
শুক্রবার (২৮ অক্টোবর) বিকাল ৪ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিসেম্বরে জাতীয় কাউন্সিল
উল্লেখ্য, ২০১৯ সালের ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। সেখানে দলটির গঠনতন্ত্রে মৎস্যজীবী লীগকে সহযোগী সংগঠনের মর্যাদা দেওয়া ছাড়া তেমন পরিবর্তন হয়নি দলটির গঠনতন্ত্রে।
২৩ দিন আগে শনিবার, এপ্রিল ১৯, ২০২৫