Daily Bangladesh Mirror

ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয়

১৫ বছরের কম বয়সী হজে যেতে বারণ, যা বলছে ধর্ম মন্ত্রণালয়

ডেস্ক রিপোর্ট:
২৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫
# ফাইল ফটো




সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী গত ১২ মার্চ ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ১৫ বছরের কম বয়সী কেউ হজ পালন করতে পারবে না। হজ মৌসুমের মাঝামাঝি সময়ে হঠাৎ এমন সিদ্ধান্তের কারণে অনেকেই সমস্যায় পড়েছেন। কারণ, অনেকেই ইতিমধ্যে ১৫ বছরের নিচের সন্তানসহ হজ পালনের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছেন।


এমন পরিস্থিতিতে, ধর্ম মন্ত্রণালয় থেকে একটি সমাধান দেওয়া হয়েছে। যদি

কোনো নিবন্ধিত হজযাত্রী হজে যেতে না চান, তাহলে তার পরিবর্তে অন্য কাউকে প্রতিস্থাপন করা যাবে। আর যদি প্রতিস্থাপনের জন্য কাউকে পাওয়া না যায়, তাহলে নিবন্ধন বাবদ জমা দেওয়া টাকা ফেরত দেওয়ার জন্য হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২০ মার্চ) ধর্ম মন্ত্রণালয় থেকে এই নির্দেশনা জারি করা হয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার উপসচিব মামুন আল ফারুকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধিত শিশু হজযাত্রী এবং তাদের সফরসঙ্গী পিতা-মাতা বা অভিভাবক যদি হজে যেতে অপারগ হন, তাহলে তাদের পরিবর্তে সমসংখ্যক হজযাত্রী প্রতিস্থাপন করা যাবে। যদি প্রতিস্থাপনের জন্য কোনো হজযাত্রী পাওয়া না যায়, তাহলে শিশু হজযাত্রী এবং প্রযোজ্য ক্ষেত্রে তার পিতা-মাতা বা অভিভাবকের নিবন্ধন বাবদ নেওয়া সম্পূর্ণ টাকা ফেরত দেওয়া হবে।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিবন্ধিত হজযাত্রীরা যদি প্রতিস্থাপন বা টাকা ফেরত—এই দুটি অপশনের যেকোনো একটি বেছে নিতে চান, তাহলে তাদের সেই সুযোগ দেওয়ার জন্য বেসরকারি হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


গত ১২ মার্চ ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী ১৫ বছরের কম বয়সী কেউ চলতি বছরের হজে অংশ নিতে পারবেন না। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে ২০২৫ সালের হজ মৌসুমে হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছর নির্ধারণ করেছে। এই বয়সসীমা হজযাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ অনুযায়ী ধরা হবে।


এই নির্দেশনা সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজযাত্রী, হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে মেনে চলতে হবে।


উপসচিব মামুন আল ফারুক বলেন, সৌদি সরকারের নির্দেশনা আমাদের মেনে চলতে হবে। ১৫ বছরের বেশি বয়সী কেউ যদি হজে যেতে চান, তাকে অবশ্যই প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সম্পন্ন করতে হবে। ১৫ বছরের নিচে কাউকে হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে না। যদি কেউ হজে যেতে অপারগ হন, তাহলে তার নিবন্ধন ফি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্ট হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

২৮ দিন আগে রবিবার, এপ্রিল ২০, ২০২৫

ইউটিউব সাবস্ক্রাইব করুন